স্পোর্টস ডেস্ক: বুড়ো বয়সে আবারও অধিনায়ক হয়ে ক্রিকেট মাঠে ফিরেছেন সৌরভ গাঙ্গুলি। তবে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নয়, ভারতীয় এই কিংবদন্তি খোলোয়াড়কে দেখে যেতে পারে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগের দল লিব্রালেজেন্ডসের অধিনায়ক হিসেবে।
মঙ্গলবার দিল্লির এক পাঁচতারা হোটেলে লিব্রালেজেন্ডস দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব চুক্তি করেছেন সৌরভ। এমনকি এই দলের ব্র্যান্ড ও অ্যাম্বাসডর হয়েছেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক।
গাঙ্গুলির দলের হয়ে খেলবেন ক্রিকেটবিশ্বের গ্রেট ক্রিকেটারেরা। যেমন, জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), গ্রেম সোয়ান (ইংল্যান্ড), শন টেট (অস্ট্রেলিয়া), ব্র্যাড হজ (অস্ট্রেলিয়া), রায়ান সাইডবটম (ইংল্যান্ড), মিচেল লাম্ব (ইংল্যান্ড), রায়ান টেন ডোস্ক্যাটে (নেদারল্যান্ড), ইয়ান বাটলার (নিউজিল্যান্ড), নিকি বোয়ে (দক্ষিণ আফ্রিকা), সিন এরভিন (জিম্বাবোয়ে), তফিক উমার (পাকিস্তান), মার্কাস নর্থ (অস্ট্রেলিয়া) ও অজয় রাতরা (ভারত)।
আগামী ২৮ জানুয়ারি শুরু হবে এ টুর্ণামেন্ট। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্ধোধনী দিনে সৌরভের লিব্রার মুখোমুখি হবে কুমার সঙ্গকারার দল সেহওয়াগের জেমিনি অ্যারাবিয়ান্স সাথে।
১২ জানুয়ারি,২০১৫ এমটি নিউজ২৪ আল-আমিন এএস