বুধবার, ০১ ডিসেম্বর, ২০২১, ০৯:৪৪:৫১

এবার মিরপুরে অনুষ্ঠিত হবে জনপ্রিয় টি-টেন ক্রিকেট লিগ!

এবার মিরপুরে অনুষ্ঠিত হবে জনপ্রিয় টি-টেন ক্রিকেট লিগ!

বর্তমানে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন লিগ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টানা পাঁচ বছর সফলতার সাথে টুর্নামেন্ট আয়োজন করে আসছে আয়োজক কমিটি। আবু ধাবির এক মাঠেই এই টুর্নামেন্ট প্রতিবান অনুষ্ঠিত হলেও এবার বিশ্বব্যাপী এই চার-ছক্কা ঝড়ের উত্তাপ ছড়িয়ে দিতে চায় আয়োজক কমিটি। সেকারণে বাংলাদেশেও আয়োজন করতে বেশ আগ্রহী তারা।

এদিকে আবু ধাবি ছাড়াও এশিয়া, ইউরোপ আফ্রিকায় টি-টেন ক্রিকেট আয়োজনের পরিকল্পনা করছে আয়োজক কমিটি। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টি-টেন লিগের আয়োজক কমিটির চেয়ারম্যান নওয়াব সাজি উল মুলক এমনটাই জানান।

তার ভাষ্যে, ‘গেলো পাঁচ বছর আমরা পরিকল্পনা অনুযায়ী সফলতার সাথে টুর্নামেন্ট আয়োজন করে আসছি। এখন আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। মধ্যপ্রাচ্যের বাইরে আমরা এশিয়া, ইউরোপ আফ্রিকায় এই আসরের আয়োজন করতে চাই। বছরে শুধু একবার নয়, পাঁচবার আয়োজন করলে সারাবছরই টি-টেন মাঠে থাকবে।’

এদিকে এশিয়ায় আয়োজনে আয়োজক কমিটির প্রথম পছন্দ বাংলাদেশ। ঢাকার একটি মাঠেই আয়োজন সম্ভব বলেই প্রথম পছন্দ করেছে তারা। ইতোমধ্যেই না কি বিসিবিকে প্রস্তাবও দিয়েছে টি-টেন কতৃপক্ষ।

এ ব্যাপারে সাজি উল মুলক বলেন, ‘আমরা খুব আগ্রহের সাথে অপেক্ষা করছি বাংলাদেশে টি-টেন আয়োজনের জন্য। এরই মধ্যে বিসিবিকে প্রস্তাবও দেওয়া হয়েছে। আশা করছি খুব শীঘ্রই সবুজ সংকেত পাবো।’

বাংলাদেশের ক্রিকেটের বাজারকে কাজে লাগানোর সাথে ক্রিকেটের উন্নয়নের কাজ করতেই তারা বাংলাদেশে আয়োজন করতে ইচ্ছুক বলে জানান টি-টেন আয়োজক কমিটির চেয়ারম্যান।

তার ভাষ্যে, ‘আসলে বাংলাদেশে যে ক্রিকেটের বাজার রয়েছে সেটাকে কাজে লাগানোই আমাদের একমাত্র লক্ষ্য সেটা বলবনা, সাথে দেশটির ক্রিকেটের উন্নয়নেও ভুমিকা রাখতে চাই। আমরা অনুরোধ করছি যখন জাতীয় দলের কোন খেলা থাকবেনা তখন যেন আমাদের সুযোগ দেওয়া হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে