বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৫:১৩:১৪

ফের বিতর্কে জড়ালেন গেইল

ফের বিতর্কে জড়ালেন গেইল

স্পোর্টস ডেস্ক : বিতর্ক, বিতর্ক আর বিতর্ক। কিছুতেই পিছু ছাড়ছে না ক্যারিবিয়ান দৈত্যের। হয়ত ভুল হল। তিনিই হয়ত বিতর্কের চাদর জড়িয়ে থাকতে ভালবাসেন! বিতর্ক শব্দটার সঙ্গে নিজেকে একই বন্ধনীতে এনে ফেলেছেন ক্রিস গেইল।

সোমবার রাতে বিগ ব্যাশ লিগে খেলা ছিল গেইলের দল মেলবোর্ন‍ রেনেগেডসের। বিপক্ষে ছিল সিডনি থান্ডার। বিতর্কের সূত্রপাত গেইল একটি সহজ সিঙ্গলস না নেওয়ায়। রান নেবেন বুঝে দৌড়তে গিয়েছিলেন উল্টোদিকে থাকা টম কুপার। কিন্তু তাকে থামিয়ে দেন গেইল। যা দেখে গেইলের সমালোচনায় মুখর হন টিভি ধারাভাষ্যকাররা।

তাদের বক্তব্য, টোয়েন্টি ২০ ফরম্যাটে একটা রানই জয়–পরাজয় নির্ধারণ করে দেয়। সেখানে একটা সহজ রান না নেওয়ার বিলাসিতা কেন দেখালেন গেইল? রিকি পন্টিং বলে ওঠেন, ‘এটা আমার দেখা সবথেকে বিস্ময়কর এবং বিরক্তিকর ক্রিকেট। সাইডলাইনে বসে থাকা অন্য ক্রিকেটারদের কাছে কী বার্তা গেল এর ফলে?’

পরের বলেই আউট হয়ে যান গেইল, ২০ বলে ২৮ করে। তার দল অবশ্য জিতেছে ম্যাচে।
১৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে