বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৬:৫২

লক্ষী বাবা মাশরাফি

লক্ষী বাবা মাশরাফি

স্পোর্টস ডেস্ক: মাঠ কিংবা বাইর, দু’জায়গায় সমান জনপ্রিয় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাঠে জুনিয়র-সিনিয়র সতীর্থদের নয়নের মণি তিনি। একি সাথে দুই সন্তানের কাছেও সমান জনপ্রিয় বাবা মাশরাফি। তাদের কাছে তাদের বাবা অনেক লক্ষী।

তাই তো বাবার খেলা দেখতে প্রায়ই মায়ের সঙ্গে স্টেডিয়ামে ছুটে আসেন দুই সন্তান হুমায়রা ও সাহিল।

জিম্বাবুযের বিপক্ষ চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জাতীয় দল এখন খুলনায় অবস্থান করছেন। তাদের এখানে থাকতে হবে বেশ কয়েকদিন। তাই মাশরাফির সন্তানদের নিয়ে খুলনায় চলে এলেন তাদের মা। মঙ্গলবার আবু নাসের স্টেডিয়ামে মাশরাফির কন্য হুমায়রা ও ছেলে সাহিলকে দেখা গেলো আবু নাসের স্টেডিয়ামে।

বাবাকে দেখার আবদার মেটাতে মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা হোটেল থেকে স্টেডিয়ামে নিয়ে এসেছেন দুই সন্তানকে। প্রিয় বাবাকে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন দুই সন্তান। মাশরাফিও দুই সন্তানকে জড়িয়ে নেন। এরপর বেশ কিছুক্ষণ মাঠে মাশরাফির সাথে দুষ্টুমিতে মেতে ওঠেন এই দু’সন্তান।

মাঠে উপস্থিত সবাই তখন উপভোগ করেন বাবা-সন্তানের এই ভালোবাসার দৃশ্য। পরে অবশ্য অনুশীলন শেষ হওয়ার আগেই ফিরে যান মাশরাফির এই দুই সন্তান।

১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে