বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৭:০২

খেলার মাঠে ঝড় তুললেন সালমান বাট, নতুন মোড়ে যাচ্ছে পাকিস্তান

খেলার মাঠে ঝড় তুললেন সালমান বাট, নতুন মোড়ে যাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৫ বছর পর ক্রিকেটে ফিরেছেন সালমান বাট। ব্যাটসম্যান সালমান বাটের ক্রিকেটে ফেরাটা হয়েছে রোমান্সের মত। পাকিস্তানের ব্যাটিং কাণ্ডারি সালমান বাট খেলছেন ঘরোয়া আসরের ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেপলপমেন্টের হয়ে (ওয়াদাপদা)।

নির্বাসন থেকে ফিরে অপরাজিত সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে জানিয়ে দেন তিনি মোটেই হারিয়ে যাননি। ফের ছন্দ দোলায় মাতিয়ে রাখতে পারবেন ভক্তদের।

নান্দনিক ছন্দে মঙ্গলবারও অপরাজিত থাকেন ৯৯ রানে। পাকিস্তানের জাতীয় ক্রিকেট টিমের সাবেক ওপেনার ব্যাটসম্যানের ব্যাটিং ঝলকে মুগ্ধ পাক ভক্তরা।

আমির তার বোলিং দেখিয়ে পিসিবিকে মুগ্ধ করেছেন। জাতীয় দলের টিকিট কেটেছেন। দেশের প্রতিভাবান ব্যাটসম্যান সালমান বাটের অবস্থাও যেন এমন হতে যাচ্ছে।

আমির, বাট ও আসিফ নিষিদ্ধ হওয়ায় অন্যদিকে ইনজামাম, আবদুর রাজ্জাক ও মোহাম্মদ ইউসুফের ক্রিকেট ছেড়ে দেয়ায় বেশ দুর্বল হয়ে পড়েছিল পাকিস্তানের ক্রিকেট টিম।

এখন ধারনা করাই যায় যে, আমিরের পর বাট ও আসিফ ফিরলে মিসবাহরা পুরনো শক্তি ফিরে পাবে। আর দল গঠনের দিক থেকে এখন নতুন মোড়ে যাচ্ছে পাকিস্তান।
১৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে