বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৯:১৯:১৪

১০০ টাকায় টিকিট মিলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের

১০০ টাকায় টিকিট মিলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের

স্পোর্টস ডেস্ক: একদিন পরই খুলনার শাহ আবু নাসের স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি২০ সিরিজ। আর এ লক্ষ্যে দু’দলই এখন খুলনায় অবস্থান করছেন।

বিসিবি সূত্রে জানা যায়, সর্বনিম্ন একশত টাকায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট এটি।

এছাড়া দেড়শ টাকায় ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট, তিনশ টাকায় ক্লাব হাউজ ও পাঁচশ টাকায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ড পাওয়া যাবে। আর সর্বোচ্চ এক হাজার টাকায় পাওয়া যাবে গ্রান্ড স্ট্যান্ডের টিকিট।

খুলনার ইউসিবি ব্যাংকে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট কিনতে পারবেন ক্রিকেট প্রেমিরা।

১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে