বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৯:৪১:২৬

বিশেষ কারণে ঢাকায় আসছে ৪টি দেশের জাতীয় ক্রিকেট টিম

বিশেষ কারণে ঢাকায় আসছে ৪টি দেশের জাতীয় ক্রিকেট টিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মাটিতে যে কোনো সময় পা রাখবে চারটি দেশের জাতীয় ক্রিকেট টিম। বিশেষ কারণে শিগগিরই ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাদের।

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামবেন তারা। গন্তব্য পথ তাদের ফতুল্লাহ। এশিয়াকাপে বড় দলের সাথে লড়াইয়ে অংশ নেয়ার জন্য প্রাথমিক পর্বে খেলবে চারটি দেশ।

এই চারটি দেশ হলো ওমান, আফগানিস্তান, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। এশিয়াকাপের বাছাই পর্বে খেলতে ঢাকায় আসবে তারা। এখান থেকে একটি দল অংশ নেবে এশিয়াকাপের মূল লড়াইয়ে।  

প্রসঙ্গত, আসছে ২৪ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়াকাপের লড়াই। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই লড়াইয়ের জন্য চূড়ান্ত। বাছাইপর্বের মাধ্যমে এই আসরে অংশ নেবে ওই চারটি দেশের যে কোনো একটি দল।
১৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে