স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার থেকে শুরু হয় জাতীয় লিগ। জাতীয় দলের প্রাণ ভোমরা হওয়ার মূল প্লাটফর্ম জাতীয় লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাট-বলের নতুন নতুন নায়কদের খুঁজে আনার জন্যই জাতীয় লিগের আয়োজন করে।
এবারও সঙ্গত কারণেই একই উদ্দেশ্য। দেশের তরুণরা যে ক্রিকেটে ভালো করেছে সেটা দেখা গেল প্রথম দিনেই। শেষ খবরে ৩ জন টাইগার ক্রিকেটার দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিয়েছেন।
সেন্ট্রাল জোনের হয়ে ছয় ও সাত নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন দুই ব্যাটসম্যান। এরা হলেন তানবির হায়দার ও শরিফুল্লাহ। নর্থ জোনের হয়ে সেঞ্চুরি করেছেন ফরহাদ হোসেন।
সর্বশেষ রিপোর্টে সেঞ্চুরি করার পথে রয়েছেন নর্থ জোনের আরিফুল। এরই মধ্যে ৮৯ রান করেছেন তিনি। ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো কিছুই পেতে যাচ্ছে বিসিবি।
জাতীয় লিগের মাধ্যমে বিসিবির প্রত্যাশা ভালো কয়েকজন ব্যাটসম্যান ও ফার্স্ট বোলার বের করে আনা। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ কথাই বলেছেন।
১৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর