বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ১০:৪২:১৪

রোনালদোর পিঠে দুর্বৃত্তদের আঘাত, মেসিকে নিয়ে কাণ্ড!

রোনালদোর পিঠে দুর্বৃত্তদের আঘাত, মেসিকে নিয়ে কাণ্ড!

স্পোর্টস ডেস্ক : নিস্প্রাণ একটি রোনালদো। এমন রোনালদোকে পেয়ে আর ধৈর্য্য ধরতে পারে নি দুর্বৃত্তরা। পিঠকে ক্ষত বিক্ষত করেছে তারা। কিভাবেই বা প্রতিবাদ করবেন অবাগা রোনালদো?

সহ্য করতে হয়েছে সবই। শুধু নিস্প্রাণ রোনালদোকে নিয়ে চুপ থাকেনি দুষ্টরা। মেসিকে নিয়েও কাণ্ড তাদের।। কাজটা মূলত: উচ্ছৃঙ্খল মেসি ভক্তদেরই হয়তো।

রোনালদোকে হারিয়ে এবারের বর্ষসেরা ফুটবলার হন মেসি। এর পরে রোনালদোর একটি ব্রোঞ্জ মূর্তিকে ক্ষত-বিক্ষত করা হয়েছে। মূর্তিটির পিঠে লেখা হয়েছে মেসির নাম।

রোনালদোর পিঠের উপর মেসির ১০ নম্বর জার্সির জন্য ১০ সংখ্যাটিও লেখা হয়েছে। ঘটণাটি আমলে নিয়েছে কর্তৃপক্ষ। ফরাসি সাংবাদিক নিকোলাই ভিলা প্রথমে এই ছবি প্রকাশ করেন। পর্তুগালে ক্ষোভ-আক্ষেপের সৃষ্টি হয়েছে এ নিয়ে।
১৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে