বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ১০:৪৫:৪২

যে কারণে হারলো ভারত

যে কারণে হারলো ভারত

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইটিং স্কোর করেও  ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরেছে ভারত ক্রিকেট দল। তাদের এই সহজ হারের পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে।

উমেশকে সরানো

নিজের প্রথম স্পেলে তিন ওভারে মাত্র ১১ রান দেন উমেশ যাদব। কিন্তু তার পরেই তাঁকে তুলে নেন ধোনি। যা দেখে কমেন্টেটর ভিভিএস লক্ষ্মণ প্রশ্ন তোলেন, কেন এই সময় উমেশকে সরানো হল?

 

স্মিথ কাঁটা

ভারত-অস্ট্রেলিয়া যুদ্ধে এক্স ফ্যাক্টর হয়ে উঠছেন স্টিভ স্মিথ। ভারতের বিরুদ্ধে আজ পর্যন্ত পাঁচটা ওয়ান ডে-তে তাঁর রান ৩০১, গড় ১০০.৩৩। সর্বোচ্চ স্কোর এ দিনের ১৪৯। যা দেখে সুনীল গাওস্কর বলে দিচ্ছেন, ‘‘স্মিথকে ফেরানোর কোনও রাস্তাই বের করতে পারেনি ভারত। সেটা না পারলে কিন্তু অস্ট্রেলিয়াকে থামানো যাবে না।’’

ডিআরএস মাশুল

জর্জ বেইলি এ দিন প্রথম বলেই আউট ছিলেন, কিন্তু মাঠের আম্পায়ার সেটা দেননি। যে হেতু ভারত বরাবর ডিআরএসের তীব্র বিরোধী, তাই রেফারেলের প্রশ্ন ছিল না। ম্যাচ শেষে বেইলি খোঁচাও দেন, ‘‘ডিআরএসে ওই বলটা দেখতে আগ্রহ হচ্ছে। কিন্তু আমরা তো আর ডিআরএস-বিরোধী টিম নই।’’ আর সাংবাদিক সম্মেলনে ধোনি বলে দেন, ভারত ডিআরএসের পক্ষে নয় বলেই হয়তো আম্পায়াররা তাঁদের বিরুদ্ধে বেশি রায় দেন।

 

স্পিন ব্যর্থতা

অশ্বিন-জাডেজা, ছন্দে থাকা ভারতীয় স্পিন জুটির ‘অবদান’ ১৮ ওভারে ১২৯। অশ্বিন দু’উইকেট পেলেও ততক্ষণে ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে। ধোনিও বলেন, স্পিনারদের এই ব্যর্থতা আশা করেননি।

 

ভুল ফিল্ড সাজানো

ভারতের (২৫x৪, ৯x৬) চেয়ে কম বাউন্ডারি মেরেছে অস্ট্রেলিয়া (২১x৪, ৪x৬)। তাদের বেশি করে সিঙ্গলস নেওয়ায় পরিষ্কার, ধোনির ফিল্ড প্লেসিংয়ে কিছু গলদ ছিল। যা নিয়ে কমেন্ট্রিতে প্রশ্ন তোলেন লক্ষ্মণও।

১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে