বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ১১:২৫:৫৩

১৪ জানুয়ারি থেকে ফাস্ট বোলার হান্টের নিবন্ধন শুধু

১৪ জানুয়ারি থেকে ফাস্ট বোলার হান্টের নিবন্ধন শুধু

স্পোর্টস ডেস্ক: শুধু ব্যাটিং কিংবা স্পিন নয়। পেসারেও সমৃদ্ধশালী বাংলাদেশ ক্রিকেট দল। এদেশি বোলারদের বোলিং কারিশমা আর ঝড়ো গতির ফল গতবছর টের পেয়েছে বিশ্ববাসী। মূলত বোলারদের অবদানে গেল বছরে রেকর্ড পরিমান জয় তুলে নেয় বাংলাদেশ।

গেল বছরে বিশ্বমঞ্চ মাতিয়েছেন সাতক্ষীরার তরুণ তুর্কী মুস্তাফিজুর রহমান। তার কাটার বোলিং বিশ্বকে দেখেছে বাংলাদেশ কি জিনিস। দেখেছে ক্রিকেটে এ দেশের টাইগারদের কতটা ক্ষুদা।

মাশরাফি, রুবেল কিংবা তাসকিনদের পর জাতীয় দলে খেলার জন্যে এক ঝাঁক প্রতিভাবান পেসারদের পাইপলাইনে রাখতে দ্বিতীয়বারের মত সারাদেশ থেকে পেসার খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে বোর্ড। যাতে সহায়তা করছে মোবাইল অপারেটর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল স্পনসর রবি।

 

এরই মধ্যে ফাস্ট বোলার হান্ট প্রতিযোগীতায় ব্যাপক সাড়া পেয়েছে বলে দাবি করছেন আয়োজকরা। প্রায় ৩৫ হাজার আগ্রহী ফাস্ট বোলার এরই মধ্যে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। তবে ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া নিবন্ধনের পর মূল আগ্রহীর সংখ্যা জানা যাবে।

 

আগামী ১৭ জানুয়ারি থেকে দেশের ১৬টি স্থানে শুরু হবে ফাস্ট বোলার হান্টের মূল কার্যক্রম। শুধু গতিই না, অভিজ্ঞ কোচদের নজর থাকবে ফিটনেসেও। পেসারদের ফিটনেস সব সময়ই গুরুত্বপূর্ণ। এজন্য এবারের কার্যক্রমে ফিটনেসের উপর গতির থেকেও বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সারাদেশ থেকে ১২ জন (১০ ছেলে ও দুই মেয়ে) সেরা বোলারকে বাছাই করা হবে। তারপর তাদেরকে হাইপারফর্ম্যান্স ইউনিটের অধীনে রেখে দেয়া হবে উচ্চতর প্রশিক্ষণ। এই প্রক্রিয়ায় আরো এক ঝাঁক ফাস্ট বোলারদের জাতীয় দলের পাইপলাইনে আনা যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

 ১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে