বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ১১:৫৩:২৯

লিরার জয়ে দারুণ খুশি পেলে

লিরার জয়ে দারুণ খুশি পেলে

স্পোর্টস ডেস্ক: পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা পুরস্কার উঠলো আর্জেন্টাইন মহা নায়ক লিওনেল মেসির হাতে। ২০০৯, ২০১০,২০১১ ও ২০১২ ব্যালন ডে’অর জয়ের পর এবারো মেসির ঝুলিতে গেল বর্ষসেরা পুরস্কারটি। ২০১৫ সালে ৬২ ম্যাচে ৫২ গোল করেন বার্সার এই প্রাণভোমরা। এছাড়া সতীর্থদের দিয়ে করান ২৬ গোল।

কিন্তু দুঃখের বিষয় হলো এত গোল করা সত্ত্বেও সেরা গোলের পুরস্কার গেল ব্রাজিলিয়ান প্লেয়ার ওয়েন্ডেল লিরার পুসকাসের হাতে। আর তাতে দারুণ আনন্দিত দেশটির কিংবদন্তী খেলোয়াড় পেলে। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘ওয়েন্ডেল লিরার পুসকাস অ্যাওয়ার্ড জয়ে একজন ব্রাজিলিয়ান হিসেবেই গর্ব হচ্ছে। বিশ্বমঞ্চে ব্রাজিলের নাম আরো উজ্জ্বল হলো এ অর্জনে।’

১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে