বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ১২:১৫:২৯

অভিষেক ম্যাচে কেমন খেললেন ভারতের মুস্তাফিজ?

অভিষেক ম্যাচে কেমন খেললেন ভারতের মুস্তাফিজ?

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাড়া জাগানো পেসার মুস্তাফিজুর রহমানের সাথে তুলনায় আসেন ভারতের এক বোলার। মুস্তাফিজের বোলিংয়ে বাংলাদেশের কাছে হেরে যায় ধোনিরা।

পরে জানা যায় নতুন এক মুস্তাফিজের আবিস্কার করেছে ভারত। বারিন্দার স্রান নামে অভিষেক হয় ভারতের নতুন মুস্তাফিজের। বারিন্দার বল করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ভারতের দাবি করা মুস্তাফিজের বলে রান বন্যায় মাতে অসিরা। বারিন্দারের বোলিংয়ের সাথে মুস্তাফিজের বোলিংয়ের তুলনা চলে না। কাটার দাবি করা হলেও কাটার দেখা যায়নি তার বোলিংয়ে।

৯ ওভার ২ বলে তিনি রান দিয়েছেন ৫৬। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্য শুরুতেই সাফল্য পান তিনি। স্রান দলীয় ২১ রানে আউট করেন দুই অসি ওপেনারকে।

ধারনা করা হয় তিনি সত্যিই হয়তো ভারতের মুস্তাফিজই হবেন। কিন্তু শুরুটা ভালো দেখিয়েই হারিয়ে যান। পরে অবশ্য আরো একটি উইকেট পাওয়ার সুবাধে মোট ৩টি উইকেট পান স্রান।

কিন্তু বাংলাদেশের মুস্তাফিজের সাথে তার কোনো তুলনা চলে না। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান অনন্য। স্রানের ক্ষেত্রে কাটার দাবি করা হয় কিন্তু দেখা যায় বাজে অ্যাকশনের চিত্র।
১৩ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে