বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ১২:৪৬:১২

ফেসবুকে মেসির খোলা চিঠি

ফেসবুকে মেসির খোলা চিঠি

স্পোর্টস ডেস্ক: এ নিয়ে পঞ্চমবরের মত বর্ষসেরা পুরস্কার পেলেন আর্জেন্টার সুপারস্টার লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে পঞ্চমবারের মতো সর্বোচ্চ এই অর্জনের পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে খোলা চিঠি লিখলেন এলএম টেন।

যাদের কারণে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন বলে মনে করেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার সঙ্গে যারা জড়িয়ে-পরিবার, বন্ধু, সতীর্থ, ভক্ত-সমর্থকরা সকলকেই ধন্যবাদ। আসলে সবার অবদান ছাড়া ব্যক্তিগত এই পুরস্কার জেতা সম্ভব ছিল না। আমার সব খারাপ সময়ে, হতাশায়, পরাজয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ। প্রকৃতপক্ষে এই ঘটনাগুলোই আমাকে আরও বেশি পরিপক্ক করেছে। তাই এই পুরস্কার আমি সবাইকে উৎসর্গ করতে চাই।’

এছাড়া জানালেন ফুটবলকে ঘিরে তার ভালোবাসার পরিমাণ, ‘ছোটবেলা থেকেই ফুটবল খেলাটাকে অন্ধের মতো ভালোবাসি আমি। সেই ফুটবল খেলাকে ধন্যবাদ।’

ব্যারন ডি’অর সবসময়ে স্পেশাল দাবি করে তিনি বলেন, ‘দুই বছর ব্যালন ডি’অর জিততে পারিনি। অন্যকে জিততে দেখেছি। তখন আমি অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। এবার আবারও ট্রফিটা আমার। ব্যালন ডি’অর জেতাটা সবসময়ই স্পেশাল।’

এছাড়া খোলা চিঠিতে বার্সার  এই প্রাণ ভোমরা জানান, নিজের ঘর বার্সেলোনায় খেলেই বিদায় নিতে চাই। সূত্র : ওয়েবসাইট 

 ১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে