স্পোর্টস ডেস্ক : সাহসী কন্ঠস্বরে নিজের মুখেই বললেন এই কথা। বাংলাদেশের ক্রিকেটাররা স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখতে দেখতে দেশের ক্রিকেটে তারা এনে দিয়েছেন অনেক অর্জন।
মাশরাফিদের সামনে দুটি বিশ্বকাপের আসর। এই আসরের উত্তেজনা শরীর ও মনে। আর তাতে বাড়তি হাওয়া ছাড়লেন এক ক্রিকেটার। মাশরাফি বিন মুর্তজার আসনে বসতে চান তিনি।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলবেন এই সাহসী মুখ। নাম তার আবদুল হালিম। বিকেএসপির ছাত্র হালিম। উদীয়মান পেস বোলার তিনি। আগামীদিনে মাশরাফি বিন মুর্তজার হয়ে দেশের হাল ধরার অদম্য উচ্ছা হালিমের।
ভবিষ্যৎ অনিশ্চিত তবে এক সাক্ষাৎকারে সাহসী কথা বলেছেন হালিম। হালিম মাশরাফির চেয়ারে বসার জন্যই ক্রিকেট খেলে যাচ্ছেন বলে জানান।
জীবনের লক্ষ্য সম্পর্কে হালিম বলেন, মাশরাফি ভাইয়ের মত বল করতে চাই।
মাশরাফি ভাইয়ের শূণ্য পদে জাতীয় দলের হয়ে ভূমিকা রাখতে চাই। প্রসঙ্গত, তরুণরা অনেকেই হতে চায় মাশরাফির মত। কিন্তু এই তরুণের মত আত্মবিশ্বাস, সাহস ও জাতীয় দলের দিকে দৃষ্টি দেখা যায়নি অন্যদের মধ্যে।
১৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর