স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেন অসি ওপেনার ডেবিড ওয়ার্নার। কিন্তু একটি কারণে এখন তিনি দলের বাইরে। ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে ওপেনার হিসাবে মাঠে নামেন ওয়ার্নার।
৫ ম্যাঁচের ওয়ানডে সিরিজে আর মাঠে দেখা যাবে না ওয়ার্নারকে। ওয়ার্নারকে ছুটি দিয়েছে অসি ক্রিকেট বোর্ড। মা হতে যাচ্ছে ওয়ার্নারেরন স্ত্রী ক্যান্ডাইস। স্ত্রীকে সময় দেবেন ওয়ার্নার।
ওয়ার্নারের যায়গায় ব্যাট করবেন অস্ট্রিলিয়া দলের মুসলিম তারকা ওসমান খাজা। ওসমান খাজা বেশ ফর্মে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দারুণ খেলেছেন তিনি।
আহত হওয়া শন মার্শের যায়গায় ডাক পেয়ে সম্প্রতি ৩টি টেস্ট সেঞ্চুরি করেন খাজা। বিগ ব্যাশে সর্বশেষ খেলা একটি ম্যাচেও শতরান করেন খাজা।
দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে খুব বেশি উজ্বল নন খাজা। ভারতের বিপক্ষে ভালো করলে ওয়ানডে দলে যায়গা পাকা হবে খাজার।
১৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর