বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০১:৫৩:৪৯

‘আরো ৫০০ গোল করবো’

‘আরো ৫০০ গোল করবো’

স্পোর্টস ডেস্ক:গত সেপ্টেমরে নিজের ক্যারিয়ারের ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন পর্তুগিজ অধিনায়ক কিশ্চিয়ানো রোনালদো। তবে এবার তার টার্গেট অবসর নেয়ার আগে আরো ৫০০ গোলের মাইলফলন স্পর্শ করা।

তবে রোনালদো মনে করছেন কাজটি খুব সহজ নয়। তার পরও তিনি চেষ্ট চালিয়ে যাবেন।

নিজের রেকর্ড নিয়ে কী ভাবেন। এমন এক প্রশ্নের জবাবে রোনালদোর সাফ উত্তর । বলেন, ‘প্রতিটি রেকর্ডই আমার কাছে বাড়তি মনে হয়। রেকর্ডে নিজের নামে থাকা, তালিকার প্রথমে থাকাটাই বিশেষ। যখন রিয়ালে এসেছিলাম, স্বপ্নেও ভাবিনি ডি’স্টেফানোর রেকর্ড ভাঙব। কিংবা রাউলকে ছাপিয়ে যাব। ওরা প্রত্যেকেই কিংবদন্তি। কেউ একা একা খেলে এই জায়গায় পৌঁছতে পারে না। আমিও পারিনি। সতীর্থরা সাহায্য করেছে বলেই, এগুলো সম্ভব হয়েছে।’

১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে