বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০২:২২:২৮

‘বাংলাদেশ এখন অনেক শক্তিশালী’

‘বাংলাদেশ এখন অনেক শক্তিশালী’

স্পোর্টস ডেস্ক:  ১৫ জানুয়ারি ব্যাট-বলের যুদ্ধে নামবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর সে লক্ষ্যে  দু’দলই এখন খুলনায় অবস্থান করছে।

বুধবার দুপুরে খুলনার আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের প্রকাটিস শেষে সাংবাদিকদের মুখোমুখি হোন জিম্বাবুয়ের বর্তমান কোচ ডেভ হোয়াটমোর। তিনি অকপটে স্বীকার করেন, ‘বাংলাদেশ এখন অনেক শক্তিশালী দল। তাদের মোকাবেলা করা কঠিন।’

তিনি  বলেন, বাংলাদেশের সঙ্গে খেলা এখন একটা চ্যালেঞ্জের বিষয়। কারণ আফগানিস্তানের সঙ্গে খেলে জিম্বাবুয়ে এখন একটু খারাপ পজিশনে রয়েছে। তবে খুলনার মাঠে আবার তারা নিজেদেরকে ফিরে পেতে চায়।’

তিনি এও জানান, ‘আফগানদের সঙ্গে হারলেও তার শিষ্যরা এখনো মনোবল হারায়নি। টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমেই তারা ঘুরে দাড়াবে।’

 

এর আগে সকাল ১০ টায় অনুশীলনের জন্য শেখ আবু নাসের স্টেডিয়ামে পৌছায় এলটন চিগাম্বুরার দল। অনুশীলনে এসে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নেন তারা।

১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে