স্পোর্টস ডেস্ক: কত দেনদরবার আর কত জ্বলঘোলা। তবুও বরফ গললো না ভারত সরকারের। তাদের একটাই যুক্তি আগে রাজনৈতিক সংকট নিরসন। তার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে সিরিজ। এর আগে মোটেও পাকিস্তানের সঙ্গে সিরিজ নয় টিম কোহলিদের।
২০১৬ সালে দু’দেশের সিরিজ নিয়ে ভারত ক্রিকেট বোর্ডের কর্তা অনুরাগ ঠাকুর বলেছেন, ‘২০১৬ সালে পাকিস্তানের সঙ্গে আমাদের সিরিজ খেলার কোনো পরিকল্পনা নেই। আন্তর্জাতিক বহুজাতিক টুর্নামেন্টে আমরা মনোযোগ দিচ্ছি।’
১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর