স্পোর্টস ডেস্ক: আপিল করেও শেষ রক্ষা হলো না ন্যু ক্যাম্পের অন্যতম কান্ডারি লুইস সুয়ারেজর। আপিল করেও কোপা ডেল রের দুই ম্যাচ নিষেধাজ্ঞা থেকে তাকে বাঁচাতে পারেনি ক্লাব বার্সা। তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল সরাসরি খারিজ করে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
গত সপ্তাহে এসপানিওলের বিপক্ষের ম্যাচে দ্বিতীয়ার্ধে বির্তকে জড়ান সুয়ারেজ ও বিপক্ষ দলের অপর এক খেলোয়াড়। জানা জায় ম্যাচ পরবর্তী একে অপরকে ‘অপ্রীতিকর’ কথা শোনান।
আর তাই রেফারি জুয়ান মার্টিনেজ সুয়ারেজকে পরবর্তী দু’ম্যাচের জন্যে নিষিদ্ধ করেন।
১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর