বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৩:০৯:৩৩

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ শেষে আইসিসিতে র‌্যাঙ্কিং যা হবে

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ শেষে আইসিসিতে র‌্যাঙ্কিং যা হবে

স্পোর্টস ডেস্ক : ৫ টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। দুই দেশের ওয়ানডে সিরিজ শেষে আইসিসি র‌্যাঙ্কিংয়ে আসবে আমূল পরিবর্তন। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া এখন নাম্বার ওয়ান টিম।

ভারত রয়েছে দুই নম্বরে। সেরা তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সাত নম্বরে। ভারত ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের সিরিজ শেষে পরিবর্তন আসবে সেরা তিনের মধ্যে।

বাংলাদেশের র‌্যাঙ্কিং থাকবে অপরিবর্তিত। অস্ট্রেলিয়া যদি ভারতকে ৫-০ তে হোয়াইট ওয়াশ করে তবে দুই নম্বর টিম হবে দক্ষিণ আফ্রিকা। তিনে নেমে যাবে ভারত।

ভারত বড় ব্যবধানে জিতলেও নাম্বার ওয়ানে যাওয়ার সুযোগ নেই ধোনিদের। অস্ট্রেলিয়ার সিংহাসনে আসবে না কোনো পরিতর্বন। তবে ১২৭ পয়েন্ট থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট কমবে। পয়েন্টে উন্নতি হবে ভারতের।

তবে দেখার বিষয় কোন পথে যায় এই সিরিজ। কেননা অস্ট্রেলিয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
১৩ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে