স্পোর্টস ডেস্ক : ভারত ব্যাটিংয়ে ভালোই করে। কিন্তু এর পরেও হেরে যায় ধোনিরা। শুধু হারই নয়। ধোনির লজ্জার অন্য কারণও রয়েছে। আর সেটি হলো দলের পরাজয়ের দিনে ব্যাট হাতে ভূমিকা রাখতে পারেননি তিনি।
মঙ্গলবার ওয়াকায় পাঁচ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটে হারে ভারত৷ ধোনির দলের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অবদান ১৮ ওভারে ১৩০ রান৷ উইকেট মাত্র দু’টি৷ তবুও ভারত অধিনায়কের চোখে স্পিনারদের পারফরম্যান্স খারাপ নয়৷
ধোনি বলেন, ফাস্ট বোলাররা শুরুটা ভালো করতে না-পারলে স্পিনারদের কাজটা কঠিন হয়ে যায়৷ মনে হয় না স্পিনারদের জন্য দিনটা খারাপ ছিল বলে৷ কারণ অন্যদেরও দায়িত্ব নিতে হয়৷’
৩১০ রান তাড়া করে অধিনায়ক স্টিভ স্মিথ ও অল-রাউন্ডার জর্জ বেইলির দুরন্ত সেঞ্চুরিতে চার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া৷ স্মিথ-বেইলির প্রশংসা করে ভারত অধিনায়ক বলেন, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা দারুণ ব্যাট করেছে৷
পিচ থেকে বোলাররা কোনও সাহায্য পায়নি৷ ওরা বড় শট খেলেছে৷ পাশাপাশি শট রান নিয়ে স্কোরবোর্ড সচল রেখেছে৷ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে শুক্রবার ব্রিসবেনে৷-কলকাতা
১৩ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর