বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৩:৪৯:৩০

জিম্বাবুয়ে টিমে আতাপাত্তুর আগমন

জিম্বাবুয়ে টিমে আতাপাত্তুর আগমন

স্পোর্টস ডেস্ক: ১৫ জানুয়ারি থেকে ব্যাট-বলের যুদ্ধ নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট দল। সে লক্ষ্যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঘাম ঝরাচ্ছেন দু’পক্ষ।

জানা যায়, বাংলাদেশ সিরিজ থেকে জিম্বাবুয়ে দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন শ্রীলঙ্কান কিংবদন্তি আরভান আতাপাত্তু।

জিম্বাবুয়ে দলকে খারাপ মুহূর্ত থেকে বের হয়ে আসতে কাজ করবেন আতাপাত্তু। সেই সাথে আরেক গ্রেট এনটিনিকেও স্মরণ করেছে দেশটি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে দায়িত্ব নেবেন তিনি।

আতাপাত্তু শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক ও উদ্ভোধনী ব্যাটসম্যান। তিনি শ্রীলঙ্কা দলের হয়ে ডানহাতি ব্যাটিং ও লিগ স্পিন বল করতেন। দেশের হয়ে ৯০ টেস্ট ও  ১১ টি ওয়ানডে খেলেছেন আতাপাত্তু। এছাড়া তিনি শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন কোচ ও পরবর্তীতে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর        

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে