স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইলকে নিয়ে সমালোচনা আর সমালোচনা। একের পর এক ঝামেলায় পড়ছেন ক্রিস গেইল। ঢাকায়ও জামেলায় পরেন ক্রিস গেইল।
বরিশাল বুলসের হয়ে ৫ টি ম্যাচ খেলার কথা থাকলেও ৪ টি ম্যাচ খেলে উড়াল নেন গেইল। কর্তৃপক্ষের সাথে এ নিয়ে ঝামেলা হয় গেইলের। গেইল বিগ ব্যাশ খেলার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে উড়ে গেলে শুরু হয় সমালোচনা।
গেইল টাকার জন্য খেলেন বলে সমালোচনা হয় অসি মিডিয়ায়। দুই একটি ম্যাচ পরে পরে চ্যানেল-টেন এর অনুষ্ঠান সঞ্চালক মেল ম্যাকলাফলিনকে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে পরেন বড় বিপদে।
আবার রেনেগার্সের হারের জন্য দায়ী করা গেইলকে। ব্যাট করার সময় অপর পাশের ব্যাটসম্যানকে ব্যাটিংয়ের সুযোগ না দিয়ে সামালোচনায়ও গেইল। সোমবার বিগ ব্যাশে সিডনি থান্ডারের বিপক্ষে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ব্যাট করার সময় সিঙ্গেল নিতে পারলেও নেননি গেইল।
পরে দলের হারে সমালোচনায় গেইল। চারদিক থেকেই গেইলের সামনে যখন অন্ধকার তখন জীবনের সেরা বন্ধু হিসাবে একজনকে খুঁজে পান ক্রিস গেইল।
বিপদের দিনে গেইলের বন্ধু অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইক হাসি। গেইলের পক্ষেই সাফাই গাইলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইক হাসি। ম্যাচের বিষয়ে গেইলকে সমর্থণ দিয়েছেন তিনি। গেইলকে মানসিকভাবে সান্ত্বনাও দিয়েছেন বিগ ব্যাশে গেইলের সতীর্থ মাইক হাসি।
১৩ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর