বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৪:২৬:৫৪

দলে ফিরলেন আকমল

দলে ফিরলেন আকমল

স্পোর্টস ডেস্ক: কিছুদিন পর পরই সংবাদ মাধ্যমে আলোচনায় আসেন পাকিস্তান জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান উমর আকমল। ব্যাট হাতে ভালো কারিশমা দেখালেও প্রায়ই তার বিরুদ্ধে শৃঙ্খল ভঙ্গের অভিযোগ উঠে।

সম্প্রতি ঘরোয়া লিগে শৃঙ্খল ভঙ্গের অভিযোগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তার ওপর অর্পিত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে সংশয় থাকছে না!

বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) জানিয়েছে, ‘উমর পিসিবিকে জানিয়েছে সে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে। এর ফলে পিসিবির নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত নিষেধাজ্ঞার শাস্তিটি বহাল থাকবে।

প্রসঙ্গত, ঘরোয়া কায়েদ-ই আজম ট্রফির ফাইনালে অঘটন ঘটিয়ে এ শাস্তি পান আকমল। তার বিরুদ্ধে অভিযোগ উঠে নিয়ম অনুযায়ী পোশাক পড়েননি তিনি। তাই তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর        

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে