স্পোর্টস ডেস্ক : সোনালি ভবিষ্যৎ ডাকছে আফগানিস্তানকে। অবিশ্বাস্যই মনে হওয়ার মত ক্রিকেট আফগানিস্তানের। কয়েকদিন আগে টিম র্যাঙ্কিংয়ে উন্নতির মাধ্যমে আলোচনায় আসে আফগানিস্তান।
এবার সেরা ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে প্রবেশ করে হৈচৈ সৃষ্টি করেছেন দুই আফগান ক্রিকেটার। ব্যাট হাতে একজন বিশ্বসেরাদের টপকে যান। তিনি ভয়ংকর বিশ্বের যে কোনো তারকার জন্য।
টি-টোয়েন্টিতেই চমক আফগান ব্যাটসম্যান আহমদ শেহজাদের। ২০১৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তার সংগ্রহ ৪৪৮ রান।
ইদানিং এমন হাসি নেই কারও ব্যাটে। আট ধাপ উন্নতির মাধ্যমে টি-টোয়েন্টিতে বিশ্বের আট নম্বর ব্যাটসম্যান তিনি। আফগান বোলার জাদরানও টি-টোয়েন্টিতে সেরা দশ বোলারের তালিকায় উঠে আসেন।
তার অবস্থান আট। টি-টোয়েন্টি দারুণ খেলছে আফগানিস্তান। এর পুরস্কার হিসাবে আফগান টিমকে একের পর এক সুসংবাদ দিচ্ছে আইসিসি।
১৩ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর