সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১১:০৮:১৭

এক ভিডিওবার্তায় টাইগারদের এই সুখবর দিলেন সুজন

এক ভিডিওবার্তায় টাইগারদের এই সুখবর দিলেন সুজন

ঘরে মাঠে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর নিউজিল্যান্ডে গিয়ে কঠিন বিপদে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। 
দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ হওয়ায় গোটা দলকে চলে যেতে হয়েছিল আইসোলেশনে।

অনুশীলনে নামার অনুমতিই মিলছিল না। ঘরবন্দি হয়ে একে অপরে মুখ দেখেই মন ভালো করছিলেন মুমিনুল বাহিনীর সদস্যরা। ক্রিকেটারদের অনেকে তো সিরিজ ছেড়ে দেশেই ফিরে আসতে চাচ্ছিলেন! অবশেষে দুঃসময়ের কালোমেঘ সরে গেল বাংলাদেশ শিবিরের আকাশ থেকে। 

হেরাথের করোনা পজিটিভ হওয়াকে কেন্দ্র করে যে দীর্ঘ কোয়ারেন্টিনে ছিল মুমিনুল বাহিনী, সেই করোনা প্রটোকলের বিধিনিষেধ কেটে গেছে। ২১ ডিসেম্বর (আগামীকাল) থেকে খোলা আকাশের নিচে অনুশীলনে নামতে বাধা নেই বাংলাদেশ দলের।  সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এক ভিডিওবার্তায় এই সুখবর জানিয়েছেন।

ভিডিও বার্তায় সুজন বলেন, ‘গতকাল ১৯ ডিসেম্বর আমাদের সবার আরেক দফা করোনা টেস্ট হয়েছিল। সবার নেগেটিভ এসেছে। তাই আর কোনো ঝক্কি-ঝামেলা নেই। আমরা এখন থেকে মুক্ত।কাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে আমরা জিমের সুযোগ পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য। দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে