স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার থেকে শুরু হয় জাতীয় লিগ। জাতীয় দলের প্রাণ ভোমরা হওয়ার মূল প্লাটফর্ম জাতীয় লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাট-বলের নতুন নতুন নায়কদের খুঁজে আনার জন্যই জাতীয় লিগের আয়োজন।
এবারও সঙ্গত কারণেই একই উদ্দেশ্য। দেশের তরুণরা যে ক্রিকেটে ভালো করেছে সেটা দেখা গেল প্রথম দিনেই। তবে পুরানো অভিজ্ঞ খেলোয়াড়রাও তাদের জাত চেনাতে ভুলেননি।
জাতীয় লিগে সাউথ জোনের হয়ে খেলছেন অভিজ্ঞ স্পিনার সোহাগ গাজী ও আবদুর রাজ্জাক। দু’জনকেই বল হাতে চমক দেখাতে দেখা যায়। সোহাগ গাজী ৩৪ ওভার করে ১১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। মেডেনও পেয়েছেন ৫টি। অন্যদিকে বেশ কিছু দিন যাবত অফ-ফর্মে থাকায় জাতীয় দলে সুযোগ না পাওয়া আবদুর রাজ্জাকও নিজেকে চেনাতে ভুল করেননি। সোহাগ গাজীর মত তিনিও তুলে নিয়েছেন ৪ উইকেট। বল করেছেন ৪৫ ওভার বল করে দিয়েছেন ১৬২ রান। তবে তার মেডেনের পরিমান আবদুর রাজ্জাকের চেয়ে একটু বেশি। ৯টি মেডেন ওভার তুলে নেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নর্থ জোনের ৩৯২ রানের জবাবে সাউথ জোনের সংগ্রহ ৬৯.২ ওভারে সংগ্রহ করেছে ২২২। আর উইকেট পড়েছে ৫টি।
মাঠে রয়েছেন তাইবুর রহমান (৩৬) ও ফরহাদ রেজা (৩৩)।
১৩ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর