স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ঢাকা ও ঢাকা সংলগ্ন দু’টি স্টেডিয়াম ইতিমধ্যেই আইসিসির হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই এশিয়া কাপের আগে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আর খেলা হচ্ছে না মাশরাফি বাহিনীর। এই টুর্ণামেন্টের জন্য এমনকি এই স্টেডিয়ামে নিয়মিত অনুশীলনের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলন করতে হবে খুলনা ও চট্টগ্রামে ক্রিকেট স্টেডিয়ামে।
বর্তমানে মাশরাফিরা জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করছে। এই ভেন্যূতে অনুষ্ঠিত হবে এই সিরিজের সবগুলো ম্যাচ। এই সিরিজ শেষে খুলনাতেই থেকে যাবে মাশরাফি বাহিনী। সেখানে কিছুদিন অনুশীলনের পর চলে যাবে চট্টগ্রামে। সেখানেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে শিবির।
এশিয়া কাপ মূলপর্বের সব খেলাই হবে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে। তাই শেষ কয়েকদিন মূল স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবেন মাশরাফি-সাকিবরা। কিন্তু সেটা এশিয়া কাপের আসরের নামার আগে যথেষ্ট নয়।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিরপুর শের-ই বাংলা ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম রয়েছে এই তালিকায়। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসির দখলে থাকবে স্টেডিয়াম দু’টি। ততদিন চট্টগ্রামেই থাকবে দল। ১৪ ফেব্রুয়ারির পর অবশ্য মাঠ ভাগাভাগি করে নিতে হবে খেলতে আসা দল হংকং, নেপাল, ওমান ও আফগানিস্তানের সঙ্গে।
বূধবার বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত সিনিয়র দলের জন্য মাঠ দেওয়া সম্ভব নয়। এ জন্যই দু’দফায় খুলনা ও চট্টগ্রামে অনুশীলন করবে দল। ৩১ জানুয়ারি পর্যন্ত খুলনায় থাকতে হচ্ছে। এরপর প্রথমে সিলেটে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত চট্টগ্রামেই হবে দ্বিতীয় পর্যায়ের শিবির। গত ৮ জানুয়ারি থেকে ঢাকার বাইরে রয়েছেন সাকিবরা। আইসিসির এই সিদ্ধান্তের জন্য মাশরাফি-সাকিবদের বাইরে কাটাতে হবে ৩৮ দিন।
১৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস