বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৬:২৬:১১

বিশ্বকাপের আগেই বড় ধরনের ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট দল

 বিশ্বকাপের আগেই বড় ধরনের ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: বেপরোয়া ড্রাইভিংয়ের অভিযোগে গ্রেফতার করা হল ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক ঈশান কিষানকে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে পাটনা পুলিশ গতকাল মঙ্গলবার তাকে গ্রেফতার করে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে তার এই গ্রেফতার হওয়ার ঘটনায় বড় ধরণের ধাক্কা খেলো ভারতীয় শিবির।

চলতি মাসের ২২ জানুয়ারি থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ।এই টুর্ণামেন্টের জন্য গত ডিসেম্বরেই ইশানকে অধিনায়ক নির্বাচিত করা হয়।  ২৮ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপেক্ষে প্রথম ম্যাচে ভারতের।বিশ্বকাপ আগে তার এই ঘটনায় নিশ্চিতভাবেই দলকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করেন ক্রিকেট মহল।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, পাটনায় বাবার সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে অটোতে ধাক্কা মারেন বছর ১৭-এর ঈশান। ঈশানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন অটোর যাত্রীরা। অভিযোগ পাওয়ার পরই গ্রেফতার করা হয় ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এই অধিনায়ককে।
১৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে