স্পোর্টস ডেস্ক: আগামী ১৪ ও ১৫ জানুয়ারি বাংলাদেশে অবস্থান করবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। গত ১৩ ডিসেম্বর ভারতের মুম্বাই থেকে ট্রফিটি বিশ্ব ভ্রমণে বের হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল ঢাকায় আসছে এই ট্রফি।পাকিস্তান থেকে ইতিমধ্যে বাংলাদেশের উদ্দেশ্য যাত্রা ট্রফিটি। রাতের মধ্যেই ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছানোর কথা।
বুধবার ও বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে এটি প্রদর্শণের জন্য রাখা হবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তা সবার জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ ট্রফির সঙ্গে ছবি ও সেলফি তুলতে পারবেন।
বসুন্ধরা সিটি শপিং মলে বাংলাদেদেশের ক্রিকেটপ্রেমিরা ট্রফি প্রদর্শনীতে এটির সঙ্গে ছবি তুলে নিজেদের কাছে স্মৃতিময় করেও রাখতে পারবেন। এ প্রদর্শনীতে বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং বিসিবির কর্মকর্।
সোমবার পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে এই ট্রফির উন্মেচন হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর বসছে ভারতে। ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরের এ আসর অনুষ্ঠিত হবে।
ট্রফিটি পাকিস্তানে ছিলো ১১ ও ১২ জানুয়ারি। বাংলাদেশের পর ট্রফিটি চলে যাবে শ্রীলঙ্কা। সেখানে ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্বকাপের ট্রফি অবস্থান করবে। সবশেষ ট্রফিটি অস্ট্রেলিয়ায় ভ্রমণ করে ১ ফেব্রুয়ারী দিল্লীতে পৌঁছবে।
১৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস