বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৭:১৭:২৯

যে কারণে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরে গিয়েছেন ওয়ার্নার

যে কারণে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরে গিয়েছেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: ডেভিড ওয়ার্নার নিজেই সরে গিয়েছেন চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ থেকে। তাঁর জায়গায় অস্ট্রেলিয়া স্কোয়াডে ডাক পেয়েছেন উসমান খাজা। ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তিনি খেলবেন কি না, তা অবশ্য এখনও জানা নেই।

অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার নেই। তাই দরজা খুলে গেল উসমান খাজা। শুক্রবার ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

এই সিরিজ থেকে ওয়ার্নার সরে যাওয়ার সময় জানিয়েছেন, তার স্ত্রী ক্যানডিস সন্তানসম্ভবা। সেই জন্য ওয়ার্নার নিজেকে চলতি সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন। সেই জায়গায় দলে ঢুকেছেন পাকিস্তানজাত ক্রিকেটার উসমান খাজা। ওয়াকায় অনুষ্টিত প্রথম ওয়ানডে-তে মঙ্গলবার ভারত হেরে গিয়েছে। শুক্রবারের জন্য মহেন্দ্র সিংহ ধোনির ভারত তৈরি হচ্ছে। খাজাও প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্য মরিয়া। ডাক পেলে নিজেকে উজাড় করে দেবেন তিনি।

১৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে