স্পোর্টস ডেস্ক: চলমান বঙ্গবন্ধু গোল্ড কাপে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবার আগে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করেছে সফরকারী দল নেপাল। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ের ফলের দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে নেপাল।
গোল্ড কাপের চলতি আসরে নেপালের এটি প্রথম জয়। 'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের সঙ্গে ড্র করেছিল তারা। আগামী শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। একই দিনে মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপের নিয়মরক্ষার ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
বাংলাদেশের কাছে ৪-২ গোলে হেরে গোল্ড কাপ শুরু করেছিল শ্রীলঙ্কা। টানা দুই হারে গোল্ড কাপ থেকে ছিটকে গেলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে সেমি-ফাইনালে খেলা দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবারের ম্যাচে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় নেপাল। রবিন শ্রেষ্ঠার বাড়ানো বল সাইড-ভলিতে লক্ষ্যে পৌঁছে দেন বিমল ঘাত্রি মাগার। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নেপালকে জয় এনে দেওয়া গোল করা বিমল।
১৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস