বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৮:২৩:০৫

মাশরাফি বাহিনীকে হোয়াটমোরের হুমকি

মাশরাফি বাহিনীকে হোয়াটমোরের হুমকি

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়ন্টি সিরিজে জয় দিয়ে নতুন বছর শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। সুতরাং বছরের শুরুতেই যেনো জয় ধরা দেয় সে জন্য মনোযোগী হয়েই কঠোর অনুশীলন করে যাচ্ছেন মাশরাফিরা। একই সঙ্গে শিষ্যদের কাছ থেকেও সর্বোচ্চটা আদায় করে নেয়ার চেষ্টা করছেন কোচ হাতুরুসিংহে। কিন্তু হাতুরুসিংহের এই লক্ষ্য উড়ে দিতে চান জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রধান কোচ হোয়াটমোর।

আগামী মাসে বাংলাদেশে বসবে এশিয়া কাপের আসর। তার আগে বাংলাদেশ নিজেদের প্রস্তুতি সেড়ে নিতে বেছে নিয়ে জিম্বাবুয়ে টিমকে। কিন্তু বাংলাদেশকে দিয়ে বিশ্বকাপের আগে নিজেদের অনুশীলন সেরে নিতে চান জিম্বাবুয়ের কোচ। বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারীদের অনুশীলন শেষে এমনটাই জানালেন জিম্বাবুয়ের প্রধান কোচ ডেভ হোয়াটমোর।

হোয়াটমোর জানান, আমরা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি২০ সিরিজ হেরেছি, এ কথা সত্যি। তবে ওইসব ম্যাচে আমাদের প্রাপ্তিও আছে অনেক। তারপর ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল যতোটা ভালো খেলে সেই অনুপাতে এখনো টি২০ ফরম্যাটে ভালো দলে পরিণত হতে পারেনি। তাই আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই।

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ১০টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে জিম্বাবুয়ে দল। আর এই ম্যাচগুলোতে দলের জন্য ভালো একটা কম্বিনেশনও দাঁড় করানোর ইচ্ছাও রয়েছে হোযাটমোরের।

এ বিষয়ে তিনি বলেন, টি২০ বিশ্বকাপের আগে আমরা ১০টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। ফলে এই ম্যাচগুলো খেলে টি২০ বিশ্বকাপের আগে দলের সেরা একটা কম্বিনেশন দাঁড় করাতে চাই। তাই এই সিরিজে কিছুটা পরীক্ষ-নিরীক্ষা করা হলেও আমাদের মুল লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচ জেতা। সেজন্য আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।

১৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে