বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৮:৫২:৩৫

আইসিসি র‌্যাংকিংয়ে হঠাৎ সাকিবের পতন

আইসিসি র‌্যাংকিংয়ে হঠাৎ সাকিবের পতন

স্পোর্টস ডেস্ক: আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা বোলারদের স্থান থেকে পতন হয়েছেন সাকিব আল হাসানের। টি-টোয়েন্টি বোলার র‌্যাংকিংয়ে সেরা দশ হতে তাকে সরিয়ে উপরে উঠে এসেছেন আফগান ক্রিকেট দলের অলরাউন্ডার দৌলাত জাদরান। বুধবার আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা বোলার হিসেবে শীর্ষ দশে উঠে এসেছেন জাদরান। বর্তমানে তার অবস্থান আটে।

আফগার এ ক্রিকেটার সেরা দশে জায়গা করে নেওয়া র‌্যাংকিংয়ে পতন হয়েছে সাকিবের। নবম থেকে নেমে গেছেন দশম স্থানে। টি-২০ ব্যাটসম্যানদের মধ্যে সাকিবের অবস্থান ২২তম। তবে টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে সাকিব যথারীতি শীর্ষেই রয়েছেন।

সদ্য এই প্রকাশিত র‌্যাংকিংয়ে জাদরানের সঙ্গে উন্নতি হয়েছে আরেক আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদেরও। তিনি উছে এসেছেন অষ্টম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৬৭ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শাহজাদ।
১৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে