স্পোর্টস ডেস্ক: আবারো টেনিস মাঠে ম্যাজিক দেখিয়েছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। তবে এবার তার সঙ্গী ছিলেন মার্টিনা হিঙ্গিস। আর ম্যাজিক দেখিয়ে ডাব্লিউটিএ সিডনি ইন্টারন্যাশনালের সেমিফাইনালে উঠে গেছেন এই দুই টেনিস তারকা। -খবর পিটিআই'র
চীনা জুটি চেন লিয়াং ও শুয়াই পেংকে সরাসরি সেটে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে সেমিতে উঠেন তারা। এজন্য সানিয়া ও হিঙ্গিসকে এক ঘণ্টাও কোর্টে থাকতে হয়নি। এ জয়ের মধ্য দিয়ে চলতি বছর টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে এখন তারা মাত্র ২ ম্যাচ দূরে।
এদিকে, আজকের ম্যাচে জয়ের মধ্য দিয়ে শীর্ষ বাছাই সানিয়া ও হিঙ্গিস নতুন একটি রেকর্ড গড়েছেন। এ নিয়ে টানা ২৮ ম্যাচে জয়ের একটি রেকর্ডে শরীক হলেন তারা। পুয়ের্তো রিকোর জিজি ফার্নান্দেজ ও বেলারুশের নাতাশা জেভেরেভা ১৯৯৪ সালে রেকর্ডটি গড়েছিলেন।
১৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল