বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬, ০৯:০৯:৪৬

গোল উদযাপন করায় হলুদ কার্ড

গোল উদযাপন করায় হলুদ কার্ড

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। কোনো গোল ছাড়াই প্রথামার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের মাথায় গোল খায় বাংলাদেশ। তবে ৭৬ মিনিটে মালয়েশিয়ান গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশের পক্ষে গোল করে সমতা আনেন ১২ নাম্বার জার্সি পরা মিঠুন। ফলাফল গিয়ে দাড়ায় ১-১ এ। তবে গোল উদযাপন করার সময় জার্সি খুলে ফেলায় বাংলাদেশি এই খেলোয়াড়কে পেতে হয়েছে হলুদ কার্ড।
 
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ফুটবল দল। এদিন খেলার শুরু থেকেই বাংলাদেশকে বেশ চাপে রেখেছে সফরকারীরা। খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে মালয়েশিয়ার স্টাইকার আজমানের গোলে এগিয়ে যায় সফরকারী দল। ম্যাচের ৭৬ তম মিনিটে ১২ নাম্বার জার্সি পরা মিঠুন চৌধুরী গোল করে সমতায় ফেরান বাংলাদেশকে। ফলে ১-১ গোলে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে মামুনুলরা।

১৩ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে