রবিবার, ০৯ জানুয়ারী, ২০২২, ১০:৫৭:০৫

প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেট দুনিয়ায় নতুন নজির!

প্রথম ব্যাটার হিসেবে ক্রিকেট দুনিয়ায় নতুন নজির!

স্পোর্টস ডেস্ক: চলছে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট লড়াই। প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলে নিলেও এবার কিন্তু টাইগারদের বিপক্ষে ভালই ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। তবে এক্ষেত্রে দেশটির রান মেশিন খ্যাত ডেভন কনওয়ের কথা না বললেই নয়। তিনি ব্যাটে থাকা মানে রান আসবেই। এখন পর্যন্ত তার অপরাজিত ৯৯ রান তাই বলছে। আর মাত্র ১ রান করতে পারলেই সেঞ্চুরি।

তবে, বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেই ক্রিকেট ইতিহাসে এক অনন্য নজির গড়ে ফেললেন কিউই এই ক্রিকেটার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের পর থেকে প্রথম পাঁচ ম্যাচেই পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে হ্যাগলি ওভালে অর্ধশতরানের মাধ্যমে টেস্ট ক্রিকেটে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে