শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ১০:২৩:১০

তামিমের আগ্রহ, যা জানিয়ে দিলেন ইমরুল কায়েস

তামিমের আগ্রহ, যা জানিয়ে দিলেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক : ভাল দক্ষতার প্রমাণ রাখা সত্ত্বেও বেশিরভাগ সময়ে জাতীয় দলের বাহিরে থাকতে হয়েছে টাইগার ক্রিকেটার ইমরুল কায়েসকে।  কেন জানি অনেক ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার। এই যেমন বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে বাইরে রয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস। সর্বশেষ জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে, ওয়ানডে তারও এক বছর আগে ২০১৮ সালের ডিসেম্বরে। আর টি-টোয়েন্টি খেলেন তারও এক বছর আগে ২০১৭ সালের অক্টোবরে।

ইমরুল কায়েসের এই ব্যাপারে সহজ স্বীকারুক্তি জাতীয় দলের রাস্তা খুব একটা সহজ নয়। এদিকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ইমরুল কায়েসকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। তারপরও এখনই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবতে চান না এই টাইগার ক্রিকেটার।

বিষয়টি নিয়ে তিনি বলেন, বাইশ ভালো কাটলে তেইশের বিশ্বকাপ নিয়ে ভাববেন। গতকাল বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সিলেটে ইন্ডিপেন্ডেন্স কাপের লিগ পর্বের শেষ ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইমরুল এমন কথা বলেন।

এ সময় ইমরুল কায়েস বলেন, “তেইশের বিশ্বকাপ নিয়ে তামিম যেটা বলেছে, আমার মনে হয় এটা টিম ম্যানেজমেন্টের বিষয়। এটা আমার চিন্তার কোনো বিষয় না। তেইশ আসতে অনেক দূর বাকি এখনো। এখন বাইশ চলছে, এটা আগে ভালো কাটুক তারপর এটা (তেইশের বিশ্বকাপ) দেখা যাবে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে