বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৪:৪৮:২৬

‘দেশের হয়ে খেলার রোমাঞ্চে সব ক্লান্তি চলে গেছে’

‘দেশের হয়ে খেলার রোমাঞ্চে সব ক্লান্তি চলে গেছে’

স্পোর্টস ডেস্ক: ছোটোখাটো চোট সমস্যা নিয়ে বেশ কয়েক বছর ধরে ক্রিকেট চালিয়ে নিচ্ছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এসবের কারণে মানসিক অবসাদ তো আছেই। তবে তার ভাষ্য, দেশের হয়ে খেলার রোমাঞ্চে সব ক্লান্ত অবসান হয়ে গেছে।

চলতি মাসের ত তারিখে বিসিবি ক্যাম্পে জাতীয় দলের ক্যাম্প যখন শুরু হলো, মাশরাফি জানিয়েছিলেন, মানসিক অবসাদ থেকে পুরোপুরি মুক্তি পাননি তখনও। জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার খুলনার আবু নাসের স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন হলো, এখনও কি আছে ক্লান্তির রেশ?

চিরচেনা মিষ্টি হাসি দিয়ে জানালেন, ‘দেশের হয়ে খেলার রোমাঞ্চে উবে গেছে সব ক্লান্তি-শ্রান্তি।’

তবে আরো জানালেন, মানসিকভাবে বেশ অবসাদগ্রস্ত ছিলাম। তবে জাতীয় দলের ড্রেসিং রুমে ঢুকলে ক্লান্তি-অবসাদ বলে কিছু আর থাকে না। ছোটখাটো চোট আছে। এসব নিয়ে আগেও খেলেছি, এবারও সামলে নিতে পারব। আশা করছি, সব কিছুই ঠিকঠাক থাকবে।”

১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে