স্পোর্টস ডেস্ক: ২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পথ চলা শুরু হয়। তারপর থেকে কেটে গেছে পুরো একটা দশক। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের নতুনতম ফরম্যাটে বাংলাদেশ কখনোই ভীতিজাগানিয়া দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি। ক্ষুদ্রতম এই ফরম্যাটে টাইগার বাহিনীর সব সময় দুর্বলতায় ভুগছেন বলে ক্রিকেট মহলে অনেক সময়েই আলোচনায় ঝড় বয়ে যায়।
ক্রিকেট মহলের টাইগারদের নিয়ে এই বিতর্কের সরল স্বীকারোক্তি দিয়েছেন অধিনায়ক মাশরাফির, যদিও টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবলগ্নে মনে করা আমাদের, এই ফরম্যাটে তো আমরা এমন কিছু করতে পারিনি। তবে ভবিষ্যতে এই ফরম্যাটে দারুণ কিছু করতে পারে বাংলাদেশ।
বৃহস্পতিবার শেখ আবু নাসের স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে এমনটি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টিতে অতিরিক্ত মনোযোগ নিয়ে অনেক কথা বলেন মাশরাফি। এই সয়ম তিনি বলেন, টি-টোয়েন্টি র্যাঙ্কিং দেখলেই বোঝা যায় আমরা এই ফরম্যাটে কতটা পেছনে রয়েছি। তাই বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা কেবল বাংলাদেশই নয়, অনেক দেশই দিচ্ছে। আমাদের কিছু করার নেই।
তিনি আরো বলেন, টি-টোয়েন্টিতে গুরুত্ব বেশি থাকলেও ক্রিকেট উন্নতিতে টেস্ট ম্যাচের যে বিকল্প নেই। আমি অবশ্যই বলব টেস্ট ম্যাচই আসল। ক্রিকেটের উন্নতি করতে হলে আমাদের বেশি বেশি টেস্ট ম্যাচ খেলতে হবে।
বাংলাদেশ দলের এই অধিনায়ক আরো বলেন, টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই একই সঙ্গে মনোযোগ দিতে হলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। আমরা জানি না সামনের ছয় মাস আমাদের কার সঙ্গে খেলা আছে। আমাদের এটা জানতে হবে।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস