বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৫:১৪:৪১

ম্যারাডোনার বুকে দুই চোর!

ম্যারাডোনার বুকে দুই চোর!

স্পোর্টস ডেস্ক: আবারও বোমা ফাটালেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। অনেকদিন পর আবার সেই পুরনো মারাদোনার ভঙ্গিতে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বরাবর মতো সোচ্চার আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক। ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার ও ইউয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে অনেক আগেই চোর বলে তিনি। এবার ভিন্ন কায়দায় এই দুইজনকে আবারও চোর বললেন ম্যারাডোনা।

ম্যারাডোনার এবার অভিনব টি-শার্ট পরে ছবি তুললেন তিনি। বাঁ দিকে প্লাতিনির মুখ, ডান দিকে ব্লাটার। দুই আক্রান্ত ফুটবল কর্তার মুখ মেশানো ছবির ওপরে লেখা দুই চোর।   

সদ্য সামাজিক যোগাযোগ ফেসবুকে এই ছবি পোস্ট করে ম্যারাডোনা নিজেই লিখেছেন, ‘আমি ২৫ বছর আগেই বলেছিলাম, এরা দু’জনেই চোর। এখন আমার সেই মন্তব্যই সত্যি বলে প্রমাণিত হচ্ছে।

১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে