স্পোর্টস ডেস্ক: ঘরে মাটিতে যুব বিশ্বকাপ খেলার আগেই ওয়েস্ট উন্ডিজ যুব ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করে নিয়েছেন যুব টাইগাররা। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেওয়া আগেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে যুব টাইগারদের কাছে বড় হারের লজ্জায় ডুবলো সফরকারীরা।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যারিবীয় অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৭১ রানে জয় তুলে নিয়েছেন টাইগার যুবারা। এর আগে প্রথম ওয়ানডেতে মিরাজ বাহিনীর কাছে ওয়েস্ট উন্ডিজ ক্রিকেট দল হারে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।
বৃহস্পতিবার চট্টগাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে মাঠে নেমে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে স্বাগতিকরা। জবাবে ১২৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। এতে ব্যাট হাতে ক্যারিবীয়রা খেলে নেন ৪৯.৩ ওভার। মেহেদি হাসান মিরাজ ও সালেহ আহমেদ শাওন নেন তিনটি করে উইকেট। বাংলাদেশ দলে পক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন পিনাক ঘোষ। ১৩৫ বলে ১০৯ রান করেন বাংলাদেশের এ তরুণ ওপেনার। পিনাক হাঁকান ৯টি বাউন্ডারি। এতে ইনিংস শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ৩০০ রানের টার্গেট দেয় টাইগার যুবারা।
পিনাক সেঞ্চুরি তুলে আউট হওয়ার পর তিন নাম্বারে ব্যাট হাতে জয়রাজ শেখ নিজের উইকেট দেন ব্যক্তিগত ২১ রানে। তবে চার নম্বরে ব্যাট হাতে নাজমুল হোসেন শান্ত করেন দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ রান। ৯৮ বলে ইনিংসে শান্ত হাঁকান ৫টি চার ও একটি ছক্কা হাঁকান। অলরাউন্ডার অধিনায়ক মেহেদি হাসান করেন অপরাজিত ৫৪ রান। মাত্র ২৬ বলে মারকুটে ইনিংসে মিরাজ হাঁকান ৭টি চার ও একটি ছক্কা।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস