বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ১২:৫৯:০৬

আইসিসি বর্ষসেরা একাদশে মুস্তাফিজ, অধিনায়ক বাবর আজম

আইসিসি বর্ষসেরা একাদশে মুস্তাফিজ, অধিনায়ক বাবর আজম

স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া বছরটি দারুণ লাকি ছিল কাটার মাষ্টার মুস্তাফিজের জন্য। প্রায় প্রত্যেকটি টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলেছেন  এই টাইগার ক্রিকেটার। একের পর এক সাফল্যে এবার মোস্তাফিজ স্থান করে নিলেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। তবে আশ্চর্যজনক বিষয় হলো, বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি লিগ আইপিএলের আয়োজক ভারতের কোনো ক্রিকেটারেরই ঠাঁই মেলেনি বর্ষসেরা একাদশে।

ভারতীয় ক্রিকেটাররা ২০২১ সালে টি-টোয়েন্টিতে ছিল যারপরনাই ব্যর্থ। যে কারণে বিরাট কোহলিদের নামই আসেনি সেখানে। অন্যদিকে পাকিস্তান ছিল সবচেয়ে সফল। বিশ্বকাপ জিততে না পারলেও টি-টোয়েন্টিতে তারা ছিল সবারই ধরা-ছোঁয়ার বাইরে। 

যে কারণে শুধু বাবর আজমই নন, মোট তিনজন জায়গা পেয়েছেন একাদশে। বাকি দু’জন হলেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং পেসার শাহিন শাহ আফ্রিদি। রিজওয়ানের সঙ্গে ইংল্যান্ডের জস বাটলারকে রাখা হয়েছে ওপেনার হিসেবে।

বর্ষসেরা একাদশ : জস বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরিজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) এবং শাহিন আফ্রিদি (পাকিস্তান)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে