বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৬:৪৩

মাত্র ১ বল খেলেই ‘মহানায়ক’!

মাত্র ১ বল খেলেই ‘মহানায়ক’!

স্পোর্টস ডেস্ক: আগের দুই ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও তৃতীয় ম্যাচে এসেই নায়ক বনে যান জ্যাক লেম্যান। দলের জয়ের জন্য শেষ বলে ৪ রান। বলা যায়, ম্যাচে তখন উত্তেজনাপূর্ণ এক মুহূর্ত বিরাজ করছে।

মজার ব্যাপার হলো টুর্নামেন্টে নিজের মোকাবেলা করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিয়ে এক নিমিষে নায়ক থেকে মহানায়ক হয়ে উঠেন তিনি।

বিগ ব্যাশ টি-টোয়েন্টি টুর্নামেন্টের গতকালকের (বুধবার) ম্যাচে হোবার্ট হারিকেনসের মুখোমুখি হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স। অ্যাডিলেড ওভালে হোবার্টের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে শেষ ওভারে অ্যাডিলেডের প্রয়োজন ছিল ১০ রান, হাতে ৭ উইকেট। শেষ বলে পরিসংখ্যান দাঁড়ায় ৪ রান, হাতে ৬ উইকেট।

শেষ ওভারটিতে লেম্যান মুখোমুখি হয়েছিলেন মিডিয়াম পেসার সিমন মিলেনকোরের। তার চতুর্থ বলে অ্যালেক্স রস আউট হওয়ার পরই ক্রিজে এসেছিলেন জ্যাক লেম্যান। তবে তিনি স্ট্রাইক পান শেষ বলে। আর সেই বলেই তার দলের জয়ের জন্য দরকার ৪ রান। বুঝাই যাচ্ছে স্টেডিয়াম জুড়ে উত্তেজনার পরিধিটা। শেষ বলে ছয় হাঁকিয়ে দল ভাসালেন সুখেন আনন্দে।

 ১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে