স্পোর্টস ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে দুবাইয়ের অনুষ্ঠিতব্য হতে যাওয়া মাস্টার্স ক্রিকেট লিগ (এমসিএল)-এর খেলতে আগ্রহী প্রকাশ করেছেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু পাকিস্তানি ক্রিকেট বোর্ড ছাড়পত্র না দেওয়া বোর্ডের উপর ক্ষেপে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচ গ্রেট ক্রিকেটার।
তারা হচ্ছেন, আবদুল রাজ্জাক, রানা নাভিদুল হাসান, মোহাম্মদ ইউসুফ, তৌফিক উমর, মোহাম্মদ খলিল, ইয়াসির হামিদের মতো প্রথম শ্রেণির ক্রিকেটার।
তাদের এই সিদ্ধান্তের ব্যাপার পিসিবি জানিয়েছে, বোর্ড শুধু মাত্র সেই খেলোয়াড়দেরই ওখানে খেলার জন্য ছাড়পত্র দেবে, যারা আন্তর্জাতিক ক্রিকেটে আর না ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে পিসিবির শর্ত অনুযায়ী মাস্টার্স ক্রিকেট লিগে খেলার জন্য বেশির ভাগ ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি।
প্রথম শ্রেণির ক্রিকেটারদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে। এ সময় বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা পিসিবির জন্য চিন্তার বিষয়। এ ছাড়া মাস্টার্স লিগে একগাদা সাবেক তারকা খেলবেন। ফলে টিভি দর্শকের একটা বড় অংশ হাতছাড়া হবে পিএসএলের। এ সব ভেবেই পাকিস্তানি ক্রিকেটারদের এমসিএলে খেলার ব্যাপারে একটু কড়াকড়ি আরোপের কথা ভাবছে পিসিবি।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস