স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয়ের বিকল্প দেখছে না টাইগার দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সফরকারীদের বিপক্ষে হোম সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ।
বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে দলের বিভিন্ন বিষয়ে মুখ খুলেন দলটির অধিনায়ক।
বাংলাদেশ দলের প্রথম দুই টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে মাশরাফি বলেন, ‘অন্যবারের চেয়ে দলে এবার কম্বিনেশনটা একটু ভিন্ন। এতে আমাদের পরীক্ষা-নিরীক্ষার কিছু সুযোগ আছে। এটি আন্তর্জাতিক ম্যাচ তাই আমাদের লক্ষ্য অবশ্যই জয়। জয়ের বিকল্প অন্য কিছু ভাববার সুযোগ এখানে নেই।’
সফরকারীদের সমীহ করে মাশরাফি বলেন, ‘ সম্প্রতি তারা আফগানিস্তানের কাছে কয়েকটা ম্যাচ হারলেও তাদেরকে ছোট করে দেখার সুযোগ নেই। মনে রাখতে হবে, আমরা কিন্তু সর্বশেষ জিম্বাবুয়ের কাছেই টি-টোয়েন্টি ম্যাচ হেরেছি। সুতরাং তাদেরকে মোটেও ছোট করে দেখছি না। তবে সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ (টি-টোয়েন্টি)। তাই আমাদের একটু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকছে এ সিরিজেই। আর আমরা সে সুযোগটা কাজে লাগাতে চাই।’
তবে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর