বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬, ০৭:১৮:০১

মেসির আর্জেন্টিনাসহ পাঁচটি ফুটবল দেশকে জরিমানা

মেসির আর্জেন্টিনাসহ পাঁচটি ফুটবল দেশকে জরিমানা

স্পোর্টস ডেস্ক: ফুটবলের সর্বোচ্চ বড় সংস্থা ফিফার নিয়ম লঙ্ঘন করে ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম চারটি ম্যাচে গ্যালারিতে সমর্থকরা সমকামী বিদ্বেষী স্লোগান দেয়ায় নিওলেন মেসির আর্জেন্টিনাসহ ফুটবল বিশ্বের পাঁচটি দেশকে জরিমানা করেছে ফিফা।
 
দেশগুলো হচ্ছে, চিলি,আর্জেন্টিনা,মেক্সিকো, উরুগুয়ে ও পেরু। সমর্থকদের একই ধরনের অপরাধের কারণে চিলিকে জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশি প্রায় ৫৬ লাখ টাকা (৪৮ হাজার ৭৩ পাউন্ড)। আর বাকি দেশগুলো জরিমানা গুনতে হয়েছে বালাদেশি প্রায় ১৬ লাখ টাকা (১৩ হাজার ৭৩৫ পাউন্ড) করে। এ ছাড়া হন্ডুরাসের ফুটবল দলের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা।
 
ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও উরুগুয়ের বিপক্ষে চারটি ম্যাচে চিলির সমর্থকরা সমকামী বিদ্বেষী স্লোগান দেয়ায় এই শাস্তি পায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। পেরু আর উরুগুয়ের সমর্থকরাও চিলির বিপক্ষে ম্যাচে এই স্লোগান দিয়েছিল। আর আর্জেন্টিনার সমর্থকরা এই কাজ করেছিল ব্রাজিলের বিপক্ষে ম্যাচে।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে