স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান এবিডি ভিলির্য়াসের ওয়ানডে ক্রিকেটের সেই রেকর্ডটা ভেঙে দীর্ঘশ্বাস নিতে চান ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।
ওয়াকার মতো শুক্রবার গাব্বায় ইনিংস খেলতে পারলে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৭০০ হাজার রানের মালিক হবেন কোহলি। ফলে ভেঙে যাবে দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্সের দ্রুত ৭০০ হাজার রান তোলার বিশ্বরেকর্ড।
গত মঙ্গলবার স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানের ঝকঝকে ইনিংস খেলেন বিরাট। অল্পের জন্য সেঞ্চুরি হাত ছাড়া হয় ভারতের টেস্ট অধিনায়কের। শুক্রবার গাব্বায় অজিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৮ রান করতে পারলেই বিরাট টপকে যান সাত হাজার রানের মাইলস্টোন।
যদিও এবিডি ভিলিয়ার্সের ৭০০ হাজার রানের বিশ্বরেকর্ড ভাঙার জন্য এখনও ছয়টি ইনিংস পাবেন কোহলি। কারণ ১৬৬ ইনিংসে সাত হাজারের মাইলস্টোন পেরোন প্রোটিয়া ব্যাটসম্যান। আর মাত্র ১৫৯ ইনিংসে ৬৯২২ রান করেন বিরাট। পার্থে স্কোরবোর্ডে তিনশোর বেশি রান তুলেও ম্যাচ হারে ভারত। ফলে পাঁচ ওয়ানডে সিরিজে ০-১ পিছিয়ে গেল ধোনি বাহিনী।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস