স্পোর্টস ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর দ্বিতীয় বারের মত পাকিস্তান জাতীয় দলে অভিষেক হতে যাচ্ছে দেশটির সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরের।
আগামীকাল (শুক্রবার) অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে মাঠে দেখা যাবে আমিরকে।
বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।
দীর্ঘ পাঁচ বছর নিজের সঙ্গে যুদ্ধ করে গেল বছরের ২ সেপ্টেম্বর জাতীয় দলে ফেরেন আমির। তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রাস্তাটা ছিল অনেকটা বন্ধুর। একে তো স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ। অন্যদিকে দলের সিনিয়র খেলোয়াড়রা তাকে মোটেও মেনে নিতে পারেনি। দলের সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ হাফিজ-আজহার থেকে শুরু করে সিনিয়ররা সরাসরি না বলে দেন তাকে । কিন্তু অবশেষ চোখের পানি আর কোচের সহানুভূতি নিয়ে দলে সুযোগ পান আমির।
এখানেই কি শেষ? দেশের সব ঝামেলা চুকালেও তার সামনে বাধা হয়ে দাঁড়ায় ভিসা জটিলতা। সরাসরি অপরাধের সঙ্গে জড়িতদের ভিসা দেয়ার নিয়ম নেই নিউজিল্যান্ডের। সে কারণে অনেক ঝক্কি ঝামেলা পোহানোর পর ভিসা পান আমির।
এখন শুধু অপেক্ষার পালা। আমির কি করেন তার দ্বিতীয় অভিষেক ম্যাচে।
১৪ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর